Logo

আন্তর্জাতিক    >>   ডোনাল্ড ট্রাম্পের অর্থমন্ত্রী মনোনয়ন পেলেন স্কট ব্যাসেন্ট

ডোনাল্ড ট্রাম্পের অর্থমন্ত্রী মনোনয়ন পেলেন স্কট ব্যাসেন্ট

ডোনাল্ড ট্রাম্পের অর্থমন্ত্রী মনোনয়ন পেলেন স্কট ব্যাসেন্ট

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের অর্থমন্ত্রী পদে স্কট ব্যাসেন্টকে মনোনীত করেছেন। ওয়াল স্ট্রিটের সুপরিচিত এই বিনিয়োগকারী অর্থনীতি এবং ভূরাজনৈতিক কৌশলে দক্ষতার জন্য আন্তর্জাতিকভাবে সম্মানিত। শনিবার (২৩ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে।

ট্রাম্প শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ ঘোষণা করেন, "স্কট ব্যাসেন্টকে বিশ্বব্যাপী অন্যতম খ্যাতনামা বিনিয়োগকারী এবং কৌশলবিদ হিসেবে দেখা হয়।" তিনি বলেন, ব্যাসেন্ট দীর্ঘদিন ধরে তাঁর "আমেরিকা ফার্স্ট এজেন্ডা" সমর্থন করে আসছেন এবং ট্রাম্পের নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করবেন।

ট্রাম্প আরও উল্লেখ করেন, "স্কট অন্যায্য বাণিজ্য ভারসাম্যহীনতা বন্ধ করবে এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে এগিয়ে নেবে।" ট্রাম্পের এই মনোনয়নে আন্তর্জাতিক অর্থায়ন, সরকারি ঋণ এবং করনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

স্কট ব্যাসেন্ট ওয়াল স্ট্রিটের অন্যতম বিখ্যাত বিনিয়োগকারী হিসেবে পরিচিত। একসময় তিনি হাঙ্গেরিয়ান-মার্কিন ব্যবসায়ী ও ধনকুবের জর্জ সরোসের অধীনে কাজ করতেন। তবে ট্রাম্পের নেতৃত্বে তাঁর বিশ্বাস বহু আগের। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার শুরুর সময় থেকেই তিনি ট্রাম্পের সমর্থনে সক্রিয় ভূমিকা রেখেছেন।

নির্বাচনী প্রচারের সময় ব্যাসেন্ট ট্রাম্পের প্রশংসা করে ভোটারদের উদ্দেশ্যে বলেছিলেন, "ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র একটি নতুন স্বর্ণযুগে প্রবেশ করবে। এই যুগ হবে নিয়ন্ত্রণমুক্ত, কম দামের জ্বালানি এবং নিম্ন করের যুগ।"

ট্রাম্প শুধু অর্থমন্ত্রী নয়, শ্রমমন্ত্রী পদেও নতুন নাম ঘোষণা করেছেন। রিপাবলিকান রাজনীতিক লোরি শাভেজ-ডিরেমারকে শ্রমমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। ৫৬ বছর বয়সী লোরি বর্তমানে অরেগন থেকে প্রতিনিধি পরিষদের নির্বাচিত সদস্য। তাঁর প্রতি ট্রেড ইউনিয়নগুলোর বিশেষ সমর্থন রয়েছে।

স্কট ব্যাসেন্ট অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলে যুক্তরাষ্ট্রের করনীতি, সরকারি ঋণ পরিচালনা, নিষেধাজ্ঞা বাস্তবায়ন, এবং আন্তর্জাতিক অর্থায়নের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে নেতৃত্ব দেবেন। বিশেষজ্ঞদের মতে, তাঁর পেশাগত অভিজ্ঞতা ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert